ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘরে ফেরা মানুষ

রুবাইদা গুলশান
ঘরে ফেরা মানুষ

দু’পা বিস্তৃত করে রেখেছি আকাশের দিকে

কালচে আকাশের নীল হারিয়েছে-

সূর্য ডোবার অনেক আগে।

তবুও কিছু রং থেকে যায় আকাশের গায়

অনেক জমানো কথা আর ব্যথা জমিয়ে

জমিয়ে জীবনের রং এখানে ধূসর লাগে।

তবুও কিছুটা ঘোরলাগা সন্ধ্যায় খেলা করে মনে!

জীবনের গল্প আজ বলবো তোমার-ই কানে কানে।

ফিসফিস করা জ্যোৎস্নায় ভেসে যায় কারো হাসিমুখ

অপার বিস্ময়ে জীবনের গান

ভেসে আসে অন্য কারো ঘর হতে-

‘কাজের শেষে ঘরে ফেরা মানুষ’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত