ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দ্রোহের স্মৃতিচিহ্ন

আদ্যনাথ ঘোষ
দ্রোহের স্মৃতিচিহ্ন

দ্রোহের স্মৃতির কাছে কেনো জানি ফিরে যেতে হয়।

তবু কেনো লেখার হিসেব দড়ি বাঁধে গাছের আগায়।

গাছ কী গাছের দ্রোহে মেতে ওঠে বিমোহিত দূরাভাষ কষে!

নাকি স্মৃতির হিসেব বেহিসেবের ছোঁয়ায় ঘুম কেড়ে নেয়।

এদিকে স্মৃতির মাঠ ক্লান্ত হয়েই রোদ্দুরের ঘ্রাণ মেখে চলে।

ফেরারি মুখ আলো খোঁজে আলোর রোদমাখা ছায়ার ভিতর।

মানুষ কি ফিরেই দেখে গাছেদের হিসেব?

তার চেয়ে ঢের ভালো দ্রোহের ছায়ায় সাজাও স্মৃতির ঘর-সংসার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত