ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনার মেয়ে

গোলাম রব্বানী
মেঘনার মেয়ে

বিবেকের অকাল প্রসবে জন্ম নিচ্ছে দিন দিন

বিধ্বস্ত এই পৃথিবী, দুঃস্বপ্নের দোযখ প্রহর

কৃত্রিম মহামারী ডুবিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন

ভাঙাচোরা ঘরবাড়ি, গাছপালা ও ইটপাথর।

ক্ষমতার ক্ষুধা চোখেমুখে মাখে অভিশপ্ত খাদ্য

মস্তিষ্কের মরণের মুখে, মুখে তুলতেই পেট মুচড়াই

সাত অক্টোবর দুর্দশায় প্রেমও ভুলে গেছে সৌন্দর্য

অথচ ছন্নছাড়া প্রেম ভুবনে ভালোবাসা হাতড়াই

তেইশের শ্রেষ্ঠ দিনে আধোফোটা ফুল এলো চোখে

ফুল পুরোটা ফুটতে শিক্ষা চাইল তুলে দিলাম বই

ব্যাকরণ বই ছিল; প্রেমফর্মুলা বিহীন ফুলঘর নীলে

নীলাচল নীলাদ্রি খটকা খেলো; হেলে গেল প্রকৃতিই

প্রকৃতির কবিরা বড়ই অসহায় জীবন বাবু কাঁদছে

প্রকৃতির ডানায় প্রাণের পাখি; প্রাণ প্রাণহীনে

পথের পুরান ধূলো আগত শীতের কুয়াশার বুকে

পুঁজি করে মেঘনার মেয়ে- জল জলের তলে ওপরে

তবু জলের পরে বসত করে- জল ও জোসনা হয়ে

কেউ ডুবে গেছে জলে, কেউ আলো জোসনার কোলে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত