এতো বারুদ বারুদ গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে!
পাথরের গা বেঁয়ে আর্তনাদ নেমে আসে রক্ত কণিকায়!
দুমড়ে মুচড়ে উঠে হৃৎপিণ্ডের সতেজ পাহাড়!
হত বিহ্বল হতে হতে শিউরে উঠে দু’চেখের সীমা!
ক্ষত বিক্ষত লাশের সারি, বীভৎস মায়ের মুখ!
কোথায় আমার বোন মারিয়ম, আয়েশা, ফাতিমা?
আমার ভাই আহমদ, আলী, ওসমান কই?
ওই নেকড়ের দল কেন কেড়ে নিতে চায় সবুজ জমিন?
গাজার আলো বাতাস রক্তে একাকার!
বিভীষিকায় আর্তনাদে কেঁপে ওঠে সতেজ হৃদয়!
তাকবীরে ধ্বনি উঠে চারদিক-
দখলদার জায়নবাদ ধ্বংস হোক!
ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত!