ধারণাপত্র

হাসনাইন সাজ্জাদী

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পৃথিবীর সবই বাস্তব জীবনের চড়াই উৎরাই

সকাল সন্ধ্যা সাদা কালো

কোনোটাই অবাস্তব নয়!

অবাস্তব শুধু জীবনের ঋণের বোঝা টানা

পুঁজিপতিরা এখন বহুজাতিক কোম্পানি

কী আত্মীয় স্বজন কী লগ্নিকারী মহাজন!

জীবনকে সফল ভাবতে হবে

এমন নির্দেশনা পুঁজিপতিদের

আমার ব্যর্থতাই আমার জবাবদিহিতা?

পৃথিবী আগের মতো শীতল নেই

বরফ যুগ এখন প্রাগৈতিহাসিক কাল

আমরা আছি বরফগলা উষ্ণতায়!