ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কোনো এক নিসর্গে

ফারুক প্রধান
কোনো এক নিসর্গে

ভেবে ছিলাম বাকি সময় সুখেই কাটবে

এখন দেখি সে আশা দূরাশায় নিরাশা

জীবনের দায় ধেয়ে চলা কঠিন পথ

অতিক্রান্ত ফেলে আশা অতিতের কিছু কথা

মনে পড়ে যায়, তবুও বুক বাঁধি শেষ বিকেলে।

চলতে চলতে থেমে যাই কোন দিকে যাব

জানিনা সে ঠিকানা খুঁজে পাব কি না

কে বলে দিবে আমায়, অনেক পথ হেঁটেছি

অরণ্যের পথ ধরে কেউ দেখায়নি পথ।

আজও হাঁটছি অন্তিম মুহূর্তে থেমে থেমে

বয়সের ভাড়ে দাঁড়াতে পারি না, শুধু কেবলই

ধেয়ে চলেছি আপন মনে কোনো এক নিসর্গে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত