তোমার জন্য অপেক্ষায় আছি
হেমন্তের শেষ বেলা-
তুমি এলে সাথে নিয়ে ফিরব আসন্ন
শীতে কেঁপে ওঠা আমার সেই
মায়া নীড়ের কাছে।
হেমন্তিকাণ্ড, আলপথের মত
তোমার নরম রোদের
কানে কানে বলব-
এখানে এখন আমার কিছুতেই
ভালো লাগে না কিছুই।
তোমাকে সাথে নিয়ে
তোমার কাছে যাব-
কৈশোর সুরভির মত
খোলা আকাশের কাছে,
একা পড়ে থাকা বিষণ্ণ নদীর কাছে,
রুক্ষ মাটির কাছে,
চির চেনা ধুলোর কাছে।
তোমার সোনারোদ রঙে
রাঙাব আমার বারমাসি দিন
সুখ দুঃখের বেলা।