জ্বলছে ফিলিস্তিন

জেসমিন সুলতানা চৌধুরী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জ্বলছে আগুন ফিলিস্তিনে মরছে মানুষ রোজ,

লাশের পাশে অট্টহেসে ইহুদীদের ভোজ।

নির্বিচারে চলছে গুলি, ছাড়ছে ভিটেমাটি,

করছে দখল অনায়াসে মালিক সেজে খাঁটি।

ফেলছে বোমা যখন খুশি ফিলিস্তিনের ভূমে,

নিরপরাধ মানুষগুলো যায় হারিয়ে ঘুমে।

সর্বগ্রাসী ইহুদীদের মিটছে না তো ক্ষুধা,

নাড়ছে কাঠি নিচ্ছে সুযোগ আরব আজ বহুধা।

বিশ্ববিবেক এবার জাগো দেখো দুচোখ খুলে,

হয় না গোসল হয় না কবর লাশ উঠেছে ফুলে।

নিপীড়িতের আর্তচিৎকার কাঁপছে অন্তরাত্মা,

তবুও তোমরা রও ঘুমিয়ে হও না আর একাত্মা!

পরাধীনের শিকল বেঁধে শেষ হয়ে যায় আয়ু,

রুদ্ধ দেশে বন্দি সবাই বিষাক্ত সেই বায়ু।

ইহুদীদের আগ্রাসনে বাতাসে লাশের গন্ধ,

ফিলিস্তিনি রক্তে ভাসে বিশ্ব দুয়ার বন্ধ।

টিভির পর্দায় উঠছে ভেসে ছোট্ট শিশুর মুখ,

হাহাকার আর আর্তনাদে কাঁদছে মায়ের বুক।

মুসলমানের দেশ হয়েও চুপ ইহুদীদের দোসর,

মুসলিম নাকি শত্রু তারা যায় না বোঝা-ধূসর।