রক্তিম কষের ফিনকি
শাহনেওয়াজ মিঠু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফিলিস্তিন মেঘনীলে বিষাদের ধোঁয়া উৎকট আওয়াজ
একটি আঘাত ধ্বংসের, অন্যটি প্রতিবাদের
জীবনকথার উদ্যান গাজায়
একটি নয়, দুটি নয় অসংখ্য পুষ্পচারা
লাল গোলাপ, রক্তজবা
আরও আরও স্বপ্নচারু কমলা,
সোনালি বরণ কলিজা মোড়ানো ফুল
একে একে শত সহস্র নিরীহ ফুলের নিয়তি-
মৃত্যু উপহার
পাষ- ইসরাইল, নরখাদক ইসরাইল
বিশ্বখ্যাত মায়াকান্নার দেশ পাশ্চাত্যের ছায়া ইসরাইল
ইসরাইলের পশুত্ববাদ হিংস্রতায় মনোহর কুসুমকলি হচ্ছে ছিন্নভিন্ন
পাপড়িগুলো ফুটতে না ফুটতেই রক্তিম কষের ফিনকি
স্বর্গভূমি মুহূর্তেই স্রোতস্বিনী রক্তসাগর
লালি ফেনায় নিমজ্জমান সেজদারত হৃদয়
রক্ত বন্যায় পরিবারের দালান ভিটে
খড়কুটোর মতো সকরুণ হাবুডুবু
আলোর গতিতে বিশ্বাসের দরবারে ওড়ে আকুতি পাখি
ড্রোন, রকেট আঘাত, গুলিতে প্রাণ যায় প্রাণ যায় এমন
ফুলকুঁড়ি শিশুদের মুখে রণসঙ্গীত রণিত হয়- ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।