ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্বাধীন ফিলিস্তিন

মাহী ফ্লোরা
স্বাধীন ফিলিস্তিন

যেন চোখ বুঁজে আছি বলে পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ নেই,

রক্ত ঝরছে না ঘরে, বাইরে, রাস্তায়, প্রার্থনালয়ে।

শিশুরা হাসছে, খেলছে। আগামীকাল নিয়ে করছে খুনসুটি,

সন্ধ্যের আজান শুনে মা বকবে, ফিরে আসছে বাড়ি।

অকারণে তুলে আনছে খেজুর কাঁটা।

চাখ বুঁজে আছি বলে শুকনো রুটিটা

ডোবানো মাংসের ঝোলে, ঝালে

আনন্দে কেটে যাচ্ছে দিন।

কোথাও তো রাতটা ভোর হচ্ছে না।

চোখ বুঁজে আছি বলে আমি ভাবছি স্বাধীন ফিলিস্তিন!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত