ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আসবে সুদিন

কবির কাঞ্চন
আসবে সুদিন

আমি ছোট

আমায় তোমরা মেরো না

আমার মতো

কারোর জীবন কেড়ো না।

মনে রেখো

সবার ওপর আছেন যে

জুলুমবাজকে

ছাড় দেবেন না কভু সে।

হয়তো হবে

পুণ্যভূমি রক্তে লাল

বড়াই তোমার

চূর্ণ হবে আজ নয় কাল।

আজকে তুমি

মারছো যেসব যুক্তিতে

খুব বেশি নয়

আসবে সুদিন মুক্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত