আকাশের অনেক রং
রুবাইদা গুলশান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কোথাও যেন যাওয়ার তাড়া নেই আমার!
অজস্র ব্যস্ততা দুহাতে সরিয়ে
আকাশ, পাখি, ফুল, মাটির সুবাসে
সিক্ত হয়ে বসে আছি শিউলিতলে।
মাথার ওপর নিঃশব্দে ঝরে পড়ছে আলতারঙা শিউলি!
আহা ফুল! জীবনের বাঁধন আলগা করা নির্মল ফুল!
যে ফুলের সুবাসে জুড়ায় তনু আর মন,
সেই ফুলেরও কি-না আঘাত আসে!
নির্দয় পথিক আনমনে হাঁটতে গিয়ে রোজ
দলিত-মথিত করে ফুল,
আমার সেইসব আহত ফুলের জন্য মন কেঁদে ওঠে, প্রিয়।
অস্থির লাগে, এই শিউলি আমাকে নিয়ে চলে সে-ই সুদূরে;
যেখানে স্বাধীনতার জন্যে লড়াইরত শত-শত শিশু!
তুমি জানো প্রিয়,
ওখানকার প্রতিটি ফুলশিশু জন্মে কেবল বীর হয়ে!
আমার কেবল ওঁদেরকে শিউলির মতো লাগে!
ওঁদের কষ্ট দেখে বুক ভেঙে যায়।
বৃষ্টির ধারার মতো অবিরত জল ঝরে পড়ে চোখেতে আমার!
ঝাপসা চোখে তাকাই আসমানে!
মাথার ওপর একটাই তো আকাশ
তবুও একই আকাশে কত রং খেলে যায়
একেকজনের আকাশ একেকরকম কথা কয়!
কারো আকাশ শরতের মেঘে ঢাকা
আর কারো আকাশে কেবলই শোকের ছায়া।
তবুও স্বপ্ন দেখে হৃদয়, আলো আসবেই!