যুদ্ধ নয় শান্তির নিঃশ্বাস নিতে দাও

রহিম ইবনে বাহাজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এখনও জ্বলছে নগর, গ্রামান্তর শহর,

পুষ্পরেণু অকালে তরতাজা প্রাণ প্রদ্বীপ চিরতরে নিবে যাচ্ছে

সদ্য ভূমিষ্ট শিশুটি জননীর বুকের দুধ পান করতেছিল

হঠাৎ ঠাস ঠাস গুলি করে গগনবিদারী চিৎকার,

আর কত এই যুদ্ধ যুদ্ধ খেলা

আর কত রক্ত, আর কত মাতৃবিয়োগ

স্বজনহারা দগদগে ক্ষত-বিক্ষত ফিলিস্তিনের ভূমি।

অসহায় অগণিত মানুষের মার খাওয়া দৃশ্য দেখতে দেখতে

আমি ক্লান্ত হয়ে গেছি প্রভু

এবার তুমি একটা কিছু করো

যুদ্ধ নয় শান্তির নিঃশ্বাস নিতে দাও।