ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেঁদে উঠি মাগো মাগো

জিয়া হক
কেঁদে উঠি মাগো মাগো

‘জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’ (?)

দখলদারের আগ্রাসন কী নিঠুর সর্বনাশী!

ফুলের বাগানে উল্লুক এসে মুল্লুক ভেজে খায়

নিষ্পাপ শিশু মা-বোন আহারে রক্তের গঙ্গায়।

হাজারো লাশের সারিতে সারিতে আকাশ-বাতাস ভারি

মসজিদ শরণার্থী শিবিরে চলছেই আহাজারি।

জায়নবাদের লায়ন শুনেছি, আসলে ছাগল-ভেড়া

ইহুদি মানেই রক্তের খেলা পরের জমিনে বেড়া।

মাতৃভূমির জন্য জীবন দিয়ে হয় সন্ত্রাসী

উড়ে এসে জুড়ে বসেই কুকুর ভয়ানক মাংসাশী।

বিশ্ব মোড়ল পাশে আছে বলে ধরাকে ভাবছে সরা

ডাইনোসরের থাবায় থাবায় কাঁপছে বসুন্ধরা।

আল আকসার পবিত্রতায় বুটের তলার দাগ

বিশ্ববিবেক গানে-পানে রত লাগ ভেলকিই লাগ।

মাকাল ফলের আকাল কোথাও কোনোকালে ছিল না গো

মুখোশধারীর মুখোশ খুললে কেঁদে উঠি মাগো মাগো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত