ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কবি ও কবিতা

প্রাণ ও প্রার্থনা

নুসরাত সুলতানা
প্রাণ ও প্রার্থনা

প্রাবাহমান গভীর রাত। টুপটাপ বৃষ্টি ঝরছে। বৃষ্টির ফোঁটা জানালার কাচে এসে লাগছে। কোথাও করুণ সুরে একটা কুকুর কাঁদছে। আর আমি ভাবছি তুমি কী লেখার টেবিলে? গায়ে জড়িয়েছ ঘিয়া রঙের কাশ্মিরী শাল? তোমার চরিত্ররা বুঝি তোমার কথা শুনছে না? কেনই বা শুনবে? জগৎ সংসারে কে কার কথা শোনে? তোমার মন কিংবা শরীর কেউ তোমার কথা শোনে না। কিন্তু আমি ভাবি আমি শুনতে চেয়েছি। তবে প্রকৃত অর্থে এও সত্য নয়। বস্তুত প্রতিটি প্রাণ হলো নার্সিসাস। সে শুধু নিজের বন্দনা করে আর আকাঙ্ক্ষার বয়ানকেই প্রার্থনা বলে চালিয়ে দেয়। প্রাণ! এই এক শব্দে আমি আটকে গেছি প্রাণেশ! কবিতা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত