অনিবার্য বদল
আজিজ ইসলাম
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
থাকবে না আর আগের মতো কিছুই।
বিষণ্ণতা ঝেড়ে ঝলমলে রোদ উঠবে আকাশজুড়ে
মাঝে মাঝে শুভ্র মেঘে নিজেকে জড়িয়ে নিবে
কিন্তু কখনও বিধ্বংসী কালবৈশাখী হয়ে আসবে না,
ঝরবে না অঝোর ধারায় অসময়ে অন্য ঋতুর আহ্বানে।
পুরোনো বিরহের গান বাজবে না কোথাও।
কোনো প্রেমিক আর বিরহ ব্যথায় ভুগবে না,
ঝরবে না এক ফোঁটাও বেদনাশ্রু
বেদনার তীব্র দংশনে নিজেকে ক্ষতবিক্ষত করবে না,
থাকবে না নিজেকে নিঃশেষ করার প্রয়াস, কারো প্রস্থানের শোকে।
আজ থেকে আমি আর আমিত্বে থাকব না
এক অন্য আমি হয়ে আবির্ভূত হবো
প্রেমের জন্য ভিখ মানবো না আমি।
বুঝেছি আমি-
তোমাকে ভালোবাসতে তোমার উপস্থিতি অনিবার্য নয়
আমার আকাশজুড়ে প্রতিটি ধ্রুবতারা তোমাকে খুঁজতে পথ দেখায়
আমাকে থামতে দেয় না, বিষণ্ণতাও আঁকড়াতে পারে না।
অনুভবের প্রতিটি রণে-অনুরণে তোমার উপস্থিতিই আমাকে বাঁচিয়ে রাখে।
সত্যি বলতে কি আজকাল মনে হয়,
তোমাকে ভেবে আমি কাটিয়ে দিতে পারি কয়েকশো যুগ
আমার ভালোবাসা তোমার উপস্থিতির ধার ধারে না।