ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তোমার কণ্ঠ

আরিফ আনজুম
তোমার কণ্ঠ

এমন একটি দিন ছিল গো

ছিলাম খুশি কত,

তোমার কণ্ঠে মধুর আওয়াজ

প্রেম ফুটতো শত।

আষাঢ় মাসের বৃষ্টি আমায়

প্রেম জাগাতো মনে,

পৃথিবীও আমার সুর ধরত

ডাকতো ক্ষণে ক্ষণে।

সকাল হলে কদম ফুলটা

দিতো আমার হাতে,

সারা দিবস কথা বলতো

থাকতো আমার সাথে।

মনের মাঝে জ্বলছে আগুন

হয় না এখন কথা,

বিরহতে জ্বলছি আমি

কাঁদি যথাতথা।

সঙ্গীবিহীন একা হলাম

ভাবি শুধুই স্মৃতি,

ক্ষতির মাঝে পড়ে থাকি

সেথায় আছে প্রীতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত