উষ্ণতা ও শীত

সোহেল বীর

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কুয়াশার চাদর গায়ে হাজির হয়েছে শীত,

হিমালয়ের তুষারধারা তেড়ে আসে-

জীর্ণকুটিরে আঘাত হানতে কার্পণ্য নেয় একটুও

অথচ মাথা ঠুকে মরে ঐ অট্টালিকার দেয়ালে!

রাহেলা বেগমের বৃদ্ধ মা ঠকঠক করে কাঁপে,

গতবার শীতের এই বৈষম্য আচরণেই বাবাকে হারিয়েছে সে।

প্রতিবছর শীত আসে তার নিষ্ঠুরতা নিয়ে,

ছোট্ট রইচকে বুকে চেপে ধরে ওম দেবার প্রাণান্তর চেষ্টায় রাহেলা,

রইচের নিরাপদ আশ্রয়-

মায়ের বুকের অকৃত্রিম উঞ্চতাই শীতকে প্রতিহত করে বারবার!