ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতের কবিতা

শাহানা জেসমিন
শীতের কবিতা

(১)

ঋতু পরিবর্তনের খেলায় ভাসে বাংলাদেশ

ছয় ঋতুর একটি ঋতু

শীতের আমেজ।

পৌষ মাঘ এ আনন্দময়

দিন খুঁজে

সূর্য মামা দেহের মাঝে উষ্ণ আভা সঞ্চারে

পিঠাপুলির ধুম পড়ে যায় গাঁওজুড়ে

ভাপা, চিতই, ফিন্নি, পায়েশ, সেমাই খেতে ভাল্লাগে।

(২)

শহুরে জন জীবনে

কুয়াশায় ঢেকে থাকা শীতের রাত

কম্বল জড়িয়ে শুয়ে থাকি সারা রাত

স্বপ্নে আঁকি চেতনায় জ্বলে থাকা প্রিয় বিশ্বাস

দিতে চাই রুক্ষ দুঃসময়কে পদদলিত করার আশ্বাস

যেন আমার প্রাণপ্রিয় মাতৃভূমি প্রাণ খুলে

নিতে পারে বিশুদ্ধ নিঃশ্বাস।

(৩)

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে

শুনতে চাই না ১৫ আগস্টের মতন

আর কোনো বিষাদের ধ্বনি

যে ধ্বনি বিদীর্ণ করে আমার মাতৃভূমি

শুনতে চাই না আর কোনো গ্রেনেড ধ্বনি

যে ধ্বনি ঝাঁজরা করে দেয় বুকের জমিন।

(৪)

কুয়াশার শীত তোমায় বড্ড ভালোবাসি

তোমার জন্যই প্রিয়ার

উষ্ণ আলিঙ্গনের স্পর্শে বিভোর হয়ে

বিমুগ্ধ চিত্তে বেঁচে আছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত