ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উষ্ণ হাত

বিনয় মণ্ডল
উষ্ণ হাত

দাউ দাউ জ্যোৎস্নায় পুড়ে গেলে রাত

বিষন্ন শূন্যতায় ক্ষয়ে যায় বারো মাস

মাঝে মাঝে মনে হয় তুমি এক সন্ধ্যা

হিম হাওয়ায় শীতলতা দিয়ে যাও।

আমার বুকের মধ্যে অনেক শীত

জোনাকী রাত্রির উষ্ণতায় যদি

আবার অসীম ভালোবাসা দাও

আমি তোমাকে অনন্ত যৌবন দিবো

প্রেম সুধায় আবার চির অমরত্ব পেলে

অনাদিকাল থেকে যাবো তোমার চিবুক স্পর্শে।

আমার হৃদয়ে আজ ভীষণ শীত

কাছে এসে উষ্ণ হাত বাড়াও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত