শীতের বুড়ী

ফারুক প্রধান

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শীতের বুড়ী কাঁথা মুড়ি

পান্তা খেলে গলায় ধরি

কনকনে শীত,

ঠান্ডা হাওয়ায় জড়োসড়ো

শিশির নামে মাথার উপর।

ভাপা পিঠা গলির ধারে

বিক্রি করে ফেরিওয়ালা

খেতে ইচ্ছে করে,

বায়না ধরি মায়ের কাছে

দশ টাকা দিও মোরে।

খেজুর রসের ভিজা পিঠা

হাঁড়িতে ডুবে রাখে

রান্নাঘরে উনন জ্বালায়

সকাল বেলায় মুড়ি দিয়ে

কতই মজা লাগে।

সেসব কথা মনে পড়লে

শীত আসে না কেন?

শীতের দিনে গরম কাপড়

পড়লে কাঁপন যেন।