পৌষ-মাঘে শীত ঋতুতে
ঠান্ডা হিমেল হাওয়া বহে
কুয়াশামাখা শীতের ভরে
শিশির বিন্দু ঘাসের পরে
কুয়াশা ভেঙে পূর্ব দিকে
যখন সূর্যটা উঁকি মারে
গ্রামে ছেলেমেয়ে দল বেঁধে,
গায়ে সোনালি রোদ মাখে
খেজুর রসের পিঠাপুলি
পায়েশ রাধে ঘরে ঘরে
দইমিষ্টির হাঁরি হাতে নিয়ে
ইষ্টি-কুটুম বেড়াতে আসে