ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজয়ের কবিতা

আজ ১৬ই ডিসেম্বর

রুবাইদা গুলশান
আজ ১৬ই ডিসেম্বর

আটমিনিট দেরিতে পৌঁছানো আলোও সেদিন একটু আগে ঘরে এলো,

উৎসবের রঙে রঙে সাজানো বাগান।

বারান্দায় থাকা হাসনাহেনা, আর লতাণ্ডপারুলের ডাল যেন

পৌঁছে গেছে আসমানের সিঁড়ি বেয়ে!

সূত্র হয়েছে যোগ, আসমান মিলেছে জমিনের সাথে

জমিন মিলেছে হৃদয়ে আমার।

জানো, সেদিন জমিন বের করে দিয়েছে

তার গভীরে লুকানো সব মানুষ!

তারা হাঁটছে কাঁধে রাইফেল, কারো বা হাতে হ্যান্ডবোম

আর কারো হাতে মর্টার শেল!

শোন, তুমি যদি সেইসব মানুষের কাছে গিয়ে প্রশ্ন করো কতোটা আঘাত নিয়ে তারা গন্তব্যে পৌঁছেছে, তাহলে জানতে পারবে সীমাহীন ধৈর্য্যরে চুক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল নিজ নিজ নিজ শক্তির সাথে।

তারা লড়েছিল সবটুকু দিয়ে-জয়ের আশা নিয়ে লড়াই করেনি কেউ কোনদিন।

শুধু নিজের পায়ের নিচের মাটিটুকু আঁকড়ে ধরতেই মানুষ লড়েছে।

যুগে যুগে শত শত লড়াইয়ের গল্প জন্মেছে

জন্মায়নি কেবল নিজযুদ্ধের ইতিকথা

কেউ জানেনি ঘরে খাওয়ার মতো কিছু না থাকার পর হাসিমুখে রাত পার করা, কেউ জানেনি কতোটা রাগ হজম করেও নির্লিপ্ত ছিলাম যখন আঘাত করেছিলে তোমাদের দল।

কতটা ক্লান্তি নিয়ে হেঁটেছি পথ, তবুও

সত্যের হাত কোনোদিন ছাড়িনি।

প্রতিদিন কত কত মানুষ এসে উগরে দেয় গরল

তবুও ভাবিনি কোনোদিন এতোটুক কোনো ক্ষতি হোক এই গ্রহের কোনো প্রাণীর।

পাড়ায় পাড়ায় রটে কত দুর্নাম, বল কে কবে কার হয়ে কবে করেছে সুনাম?

সুযোগ পেলে দেখেছি কেবল মিথ্যার ডালি সাজায় সমাজে।

চুপ থাকতে থাকতে মানুষ নাই হয়ে যায়। তা-ই মাঝে মাঝে আ-ও-য়া-জ দিতে হয়।

তা-ই আওয়াজ তুলি আজ ১৬ ডিসেম্বর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত