ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নক্ষত্রগুলো জেগেছে, জেগে থাকুক

জয়নুল শামীম
নক্ষত্রগুলো জেগেছে, জেগে থাকুক

যে স্বপ্নের সিঁড়ি দিয়ে হেঁটে গেছে-

দামাল ছেলের দল

সেখানেও ভোরের আলো ছিলো

ছিলো মেঘ কাটার অনেক ত্যাগ

সীমাহীন আবেগ আর বঙ্গোপসাগরের নীল ঢেউগুলো বুকের ভেতর উপছে উঠে-

রক্তিম সূর্যকে দিয়েছিলো উত্তাপের ইঙ্গিত!

সবুজ ঘাসের ভেতর অভিমানগুলো যখন-

শিশির হয়ে জন্মেছিল

ঠিক তখনি জমাটবদ্ধ মেঘ-

বৃষ্টি হয়ে ছুঁয়ে যায়

ছাপ্পান্ন হাজার বর্গমাইল...

রুপালি চাঁদের সাথে যে নক্ষত্রগুলো জেগে আছে আজ-

তা জেগে থাকুক অনন্ত শান্তির প্রতীক হয়ে অনন্তকাল...

জানি, আমাদের সবুজ মাঠে

কালও গড়ে উঠবে ইমারত

এই নক্ষত্র ছোঁয়ার লোভে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত