বিজয় নিশান

খাদিজা শিরিন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একাত্তরের দিনগুলো আর রাতগুলো

ভীষণ ছিলো ভয়ের,

বুকের ভেতর ক্রোধের আগুন

লক্ষ্য ছিলো জয়ের!

প্রাণ কেড়েছে মান কেড়েছে

হাজার মা ও বোনের,

শপথ নিলো বাবা ও ভাই

বুকের তাজা খুনের!

অকাতরে জীবন দিলো

মুক্তিসেনার দল,

মায়ের বুকে আহাজারি

অশ্রু টলমল।

অবশেষে মুক্তি এলো

শত্রুসেনার বুক ফুঁড়ে,

লাল সবুজের বিজয় নিশান

উড়লো নীল আকাশ জুড়ে।