ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শাবাস বাংলাদেশ

সোহেল বীর
শাবাস বাংলাদেশ

বিজয় মানে একটি কুঁড়ি একটি গোলাপ ফুল,

বিজয় মানে ছন্দতোলা হাজার নদীর কূল।

বিজয় মানে কিষাণ ভায়ের মুক্তোঝরা হাসি,

বিজয় মানে রাখাল ছেলের মনমাতানো বাঁশি।

বিজয় মানে গ্রাম্য ছেলের দস্যিপনার সাথী,

বিজয় মানে বিজন রাতের জোনাক জ্বলা বাতি।

বিজয় মানে মায়ের ভাষায় গল্প-কাব্য বলা,

বিজয় মানে স্বাধীনভাবে একলা পথে চলা।

বিজয় মানে বজ্র কণ্ঠে শিকল ভাঙার গান,

বিজয় মানে একটি যুদ্ধ তিরিশ লক্ষ প্রাণ।

বিজয় মানে লাল-সবুজের নতুন একটি দেশ,

বিজয় মানে দৃপ্ত কণ্ঠে শাবাস বাংলাদেশ!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত