কেমনতর

রায়হান উল্লাহ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমি কেমনতর ডাক

সকরুণ সম্মোহনে-

ভাষা ভুলে আনচান হই।

তুমি কেমনতর থাক

নিদারুণ আস্ফালনে-

আশা ফেলে খানখান রই।

তুমি এমনতর বুঝি

সযতন বিস্ফোরণে-

দলে দলে কানাকানি সই।

তুমি কেমনতর চাও

মায়াময় সম্মেলনে-

জলে জলে ফেনায়িত জয়।

তুমি এমনতর হও

বিগলিত বাতায়নে-

ব্যথা বাজে রিনঝিন সুর।

আমি যেমনতর হই

সুরলিত আবরণে-

কথা সাজে ঝিকমিক ভোর।