গায়েবি আওয়াজ

নুসরাত সুলতানা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পৃথিবীতে আর কখনো বৃষ্টি হবে না!

প্রচণ্ড রোদে চৌচির হয়ে যাচ্ছে শস্যক্ষেত।

নদীগুলো শুকিয়ে গেছে।

পাখিগুলো মরে যাচ্ছে।

ফুলগুলো পুড়ে গেছে।

আর কী কখনো সন্ধ্যা নামবে না

এই পৃথিবীতে!

সূর্য শুধু মধ্য আকাশে উত্তাপ ছড়াচ্ছে।

সমস্ত প্রাণীর চোখ থেকে জলের বদলে

রক্ত ঝরছে অবিরাম।

জিহবা শুকিয়ে এঁটেল মাটি।

সমস্ত প্রাণ ঊর্ধাকাশে হাত তুলে

গো গো করে শব্দ করছে..

সাত দিন সাত রাত পরিমাণ প্রহর শেষে

গায়েবি আওয়াজ এলো...

ভালোবাসতে শিখতে হবে তোমাদের।

তবেই আবার পাবে বৃষ্টি,

পরাগায়ণ ও সঙ্গীতমুখর

রাত-দিনের পৃথিবী।