নতুন দিনের প্রত্যাশায়
গোলাম সরোয়ার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিঃশব্দ কান্না শোনে কংক্রিটের দেওয়াল,
অব্যক্ত যন্ত্রণার আর্তনাদ,
হাত দুটো যে গিলোটিনে বাদ।
শৃঙ্খলে পরা পা দুটো যে কয়েদি।
তুমি যে ছিলে সব্যসাচী,
এক হাতে ছিল যুদ্ধাস্ত্র,
অন্য হাতে লেখনী।
জিঘাংসায় মত্ত ক্ষুধার্ত নেকড়ের দল,
ছিঁড়ে খাচ্ছে সততার সার্টিফিকেট
মানব সভ্যতায় জন্ম নিচ্ছে শতশত রাহু, কেতু।
বিপ্লবীর কারাগারে হবে
বিস্ফোরণ।
ওরা পাহাড় ভেঙে সূর্য আনবে,
মানুষ খোঁজে নতুন ভোরের সুরতান।