ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনার মেয়ে

গোলাম রববানী
মেঘনার মেয়ে

শোনো, কোথাও যেতে চাই না আমি- কোথাও না

থেকে যেতে চাই আমি, যেতে চাই মিলেমিশে

একাকার হয়ে তোমারই মধ্যে- ওগো মেঘনার মেয়ে

সাড়ে তিন হাত নয়- নেহাতই সামান্যই, দেবে?

মালাকুত মওত তো নও তুমি, কোন সে আদেশে

তবে কবজ করলে তুমি, ভালোবাসার এ জান

ছটফট করে কেন শুধু-তোমার জন্যে আমার প্রাণ

পারি না সইতে ব্যথা আর, মন টাটানোর মনপোকে

যেন আচ্ছা মতো কুরে কুরে খায়, বুঝেও বোঝো না!

বসত গড়তে চাই আমি, তোমারইও মনভিটায়

কোথাও যেতে চাই না আমি আর, কোথাও না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত