ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খোলা জানালায়

নাজমা বেগম নাজু
খোলা জানালায়

জনালায় রোদ হাসে মেঘ ভাসে

দুরন্ত সবুজ,

জনালায় খুশীর আকাশ

বিষাদ বিকেল

বর্ণ বিধূর গোধূলিয়া।

জানালায় বর্ষা অথৈ

জলময় মাঠ, মেঘবতী নীল

নিথর দুপুর।

জানালায় কাব্য গহীন

কবিতার অবকাশ,

মন ভোলা বাতাসের

অবাধ্য কথন।

জানালায়

আনত শরত

নীল পেড়ে শাদা শাড়ি মেয়ে।

জানালায় সোঁদা ঘ্রাণ,

পাতা ঝরা ভোর,

জানালায়-

অস্ত বেলার হাত ধরে

রোজকার সূর্য ডানার পাখি,

নিত্য সুবাস বুকের ভেতর

নতুন ভোরের ডাকাডাকি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত