ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অমাবস্যায় করো বাস

নাহারফরিদ খান
অমাবস্যায় করো বাস

জোছনায় এমন নির্লিপ্ততা

অমাবস্যায় করো রাত্রি বাস

বিষাদ শিশির ঝরে টুপটাপ

নদী চোখে ধুয়ে যায় সন্তাপ।

সোনালী রোদে যাপিত সময়

সমান্তরাল হয়না তো পথ

তবু কেন অমাবস্যায় প্রলাপ

প্রেম তৃষ্ণায় ঝরাও বিলাপ!

হাতের কাছে পাবে না জেনেও

বৃক্ষের কাছে রাখো অনুনয়

বপন করো সোনালী স্বপন

মনকে করো বশ, করো শাসন।

ষোলআনা পাওয়া কেবা পায়!

কারবা থাকে মুঠোবন্দি সুখ!

রবীন্দ্র সুরে হোক সান্ধ্য আসর

বিগত বেদনা দাও অবসর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত