ছিঁড়ে ফেলো সেই দেয়াল মুখোশ
যে শুধু রক্ত চোখের আগুন দেখায়
দুর্ভিক্ষ জেতা বাঙালি ডরায় না!
ছিঁড়ে ফেলো সেই সমাজের পোস্টার
অনার্দশের নীতি যার থলির ভেতর
৭১ দেখেছে ইয়াহিয়ার লজ্জাহীন সম্ভ্রম
বর্তমান দেখে প্রজন্মের লাশ
ট্রেনের বগি পুড়ছে, পত্রিকার পাতা ভরছে
রক্তে রঙিন হয়ে উঠছে চারুকলার শিল্পমাঠ
কুয়াশা পোড়া কফিন আগুন দাফন করে
মনুষ্যত্ব পড়ে থাকে রাস্তায়
বীভৎসতা দাফন করো হে নির্লজ্জ মানুষ
মনুষ্যত্ব নয়।