ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সফল হোক জীবন

হুমায়ুন মোহাম্মদ
সফল হোক জীবন

শুনি ওয়া ওয়া ক্রন্দন

কে এলো রেল

সুন্দর ভুবনে

খুশির জোয়ার ক্রন্দনে!

ব্যথায় কাতর মায়ের মুখে

হাসি ফোটে

পাশে নড়াচড়া অনুভব করে

অনাবিল আনন্দে অন্তর ভরে।

চেয়ে দেখে ছোট্ট মুখ

অন্তরে অনেক বড় সুখ

শালদুধ মুখে দেয় চুয়ে খায়

মায়ের মন ভরে মায়ায়।

জানি না কতো সন

জানি এগারো জানুয়ারি

সুমাইয়া শিমুর ধরায় আগমন

দোয়া কবি! সফল হোক জীবন।

তুমি আসবে শহরতলীর হাটে

গোলাম সরোয়ার

হীম শীতল কুয়াশাস্নাত ভোরে

পাতাঝরা সুনসান নীরবতায়

মর্মর প্রকৃতির টুপটাপ ছন্দে

মিষ্টি খেজুর রসের মুহ মুহ গন্ধে

ঘুম ভাঙে শুধুই

তোমার জলছবির মূর্ছনায়।

তুমি এসো তোমার সকল নীরবতায়

ভালোবাসার কোমল স্পর্শে

গোধূলি বেলায় কড়া রোদের

সোনালী আভায়

জোছনা রাতে মুগ্ধ ঠান্ডা হাওয়ায়।

বাঁকা চোখের চাহনিতে

গোলাপ বেলি রজনীগন্ধা

শিউলি গাঁদা তোমার অপেক্ষায়

তুমি আবার আসবে ঠিক ই

এই শহরতলীর হাটে

কোন এক সবুজ বাগিচায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত