স্বপ্নিল ফুলকাঁটা
শাহনেওয়াজ মিঠু
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলি থেকেই কাঁটার পাহারা
কিশোরে রোদ্র-ছায়ার মাখামাখি
পাঁপড়িতে ভরাট পূর্ণিমা জোয়ার,
ফুলদলে নাচে প্রজাপতি,
সরল যতো প্রেম-পতঙ্গ
ডানা মেলে শিস দেয় বনের স্বাধীন
দোল খায় বাতাসের, হাসে নৈশব্দ
ছড়ায় স্বপ্নিল সুবাস
মৌ ঘ্রাণে মাছিমন উড়ে যায়,
ফিরে আসে, ফিরে আসে নীড়ে
না মধু, না পাঁপড়ির ঝরন চায়
খোলা জানালায় চেয়ে শোভাময়
স্বপ্ন দ্যাখে পথিক
ফুল-কাঁটা পথিকের
সুকুমার মানস ফেরাতে পারে না...