বিষণ্ণতার কাব্য

আরিয়ান স্ট্যালিন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিষাদ মুনাফা থাকলো জমা

বিষণ্ণতার দ্বারে..

জানালা খুলে আকাশ দেখি

তীব্র হাহাকারে।

একলা জীবন নদীর মতন

স্রোতের টানে ধায়...

সময়গুলো হাওয়ায় ফেরে

বুকেতে শুকায়।

চোখের জল মোছার স্মৃতি

নিকষ কালো ঘরে

মন খারাপের চিঠি এলো

মনের শহর জুড়ে।

কে কিনবে বিষণ্ণতা!

সবখানেই স্তূপ,

বিষাদ জমলে উপচে যাবে

দেহের কাব্যরূপ।