কথার অনিদ্রা
শরিফুল ইসলাম
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কথাদেরও অনিদ্রা ব্যাধি থাকে জেগে থাকে সারারাত
জেগে জেগে ঘুমকে ধমকায় তবু ঘুম বাড়ায় না হাত।
মাঝে মাঝে তন্দ্রাভাব আসে দুঃস্বপ্নের স্রোতস্বিনী ধরে
রাতের অন্ধকার আরো গাঢ় হয় প্রভাত সরে যায় দূরে।
ভয়ে অকস্মাৎ জেগে ওঠা কথারা শব্দ হয়ে ওঠে না
বাতাবি লেবুর গন্ধের মতো এদিক-সেদিক ছোটে না।
ক্রমে বদ্ধ উন্মাদ হয়ে নিদ্রাহীন কথারা প্রলাপে মাতে
অর্থহীন সংলাপ! জেগে থাকে ভয়ার্ত বিভীষিকা বেদনাতে!