ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিথ্যে নয়

তামান্না সঞ্চিতার
মিথ্যে নয়

যতদূর দেখি হৃদয়ের দূরবীণে বড় একান্তে

কিছু খুশির পথ শেষে দীর্ঘ ধূসর-পাণ্ডুর আঁকিবুঁকি,

অদম্য ইচ্ছের ঘোড়া তবু ছুটছে

জীবনের ধূ-ধূ মরুপ্রান্তে।

ঘোর লাগা মরীচীকা মায়াজালে

দিকহারা নাবিকের মতো অস্তিত্ব!

কম্পিত অশ্রুবর্ষণে ভয় ও আশার সমন্বয়

ঐশীর বাণীর প্রতিধ্বনি মনের কর্ণকুহরে

কষ্টের সমুদ্র পেরুলেই অনন্ত সুখের মঞ্জিল!

তাই শুদ্ধ বিশ্বাসে জয়ের প্রতীক্ষা পদে পদে,

পেছনে থাক্ যত পরাজয়

কালো অধ্যায় মুছতে প্রয়োজন সুকর্ম ও প্রার্থনা

বিশ্বাসী আত্মা জানে-

সুমহানের ওয়াদা কখনোই মিথ্যে নয়, মিথ্যে নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত