ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তুমি আসবে শহরতলীর হাটে

গোলাম সরোয়ার
তুমি আসবে শহরতলীর হাটে

হীম শীতল কুয়াশাস্নাত ভোরে

পাতাঝরা সুনসান নীরবতায়

মর্মর প্রকৃতির টুপটাপ ছন্দে,

খেজুর রসের মুহ মুহ গন্ধে ঘুম ভাঙে

শুধুই তোমার জলছবির মূর্ছনায়।

তুমি এসো তোমার সকল নীরবতায়

ভালবাসার কোমল স্পর্শে

গোধুলি লগ্নে মিষ্টি রোদের চাঁদরে।

বাঁকা চোখের চাহনীতে

গোলাপ বেলী হাসনাহেনা শিউলি গাঁদা

তোমার অপেক্ষায় তুমি আসবে

এই শহরতলীর হাটে

কোন এক সবুজ বাগিচায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত