অপরিমেয় দ্বিধা

জাকির আজাদ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রত্যাহিক সূর্য্য যখন দিনের আলো ছড়ায়,

রাতের যত ক্লান্তি অবসাদ আঁধার সরায়

দুঃখগুলো দুঃখী হয়ে জলদি আমায় জড়ায়

কোমল হৃদয়জুড়ে কস্টের আগুন ধরায়।

এখন একলা জীবন শান্তি সুখের খরায়,

সমাজ এসে সুকৌশলে নিন্দার মালা পরায়

দু’চোখ থেকে অশ্রুর ধারা বুকে এসে গড়ায়

সময় নাড়তে থাকে স্মৃতির দোরের কড়ায়।

অসহ্য ব্যথা ও দহন পুরো হৃদয় ভরায়,

স্বপ্নগুলো ফানুস করে শূন্য আকাশে ছড়ায়

আশাগুলো ভাষা হারিয়ে শুধু ব্যর্থতা ঝরায়

বেঁচে থাকার জন্য জীবন উত্থান হতে ডরায়।