তুমি চলে গেছো- স্মৃতির নিযুত শিখা জ্বলে এখনো
জ্বলবে আজন্ম হয়তো তোমার হৃদয়ের সলতায়
অথবা মাত্র কিছুক্ষণ তারপর একসময়
নিভে যাবে হঠাৎ হয়তোবা এখনই।
নিঃসঙ্গতার বিশাল অন্ধকার অসহ্য দূরে থাকা
বিনিদ্র রজনী, হৃদয়ের ফ্রেমে বাঁধানো
অগণিত ছবি কষ্ট দেয় আমাকে বারবার।
মরুতের সাথে বেজে ওঠে তোমার পদধ্বনি
প্রতিধ্বনিত হৃদয়ছোঁয়া হাসি অদ্রির কান্না
দেখে স্মরি তোমাকে, পাখিদের কিচিমিচিতে
বেজে ওঠে সুমধুর কণ্ট নিনাদ।
তুমি এসো- আবার এসো
ইচ্ছে করে চিবুকের কালো তিলটিতে ঠোঁট রেখে
আবার নিই অমৃতের স্বাদ, কাঙ্ক্ষিত আদর।