ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিমান

নুসরাত সুলতানা
অভিমান

তবুও ভীষণ অভিমানী হয়ে

উঠতে ইচ্ছে করে মাঝে মাঝেই।

ভাবি- কেউ এসে করজোড়ে ক্ষমা চেয়ে বলবে,

বিশ্বাস কর এ আমার অসহায়ত্ব।

একেবারে অবহেলা বা উপেক্ষা নয়।

নইলে কী আর একমাস তোমার কপালে চুমু খাইনি!

বেশ এই দেখো- বসলাম তোমার সামনে।

যদি মৃত্যুদূতও আসে...

বলব আগে মহারানীর পারমিশন নাও বাপু।

নইলে আমি কোথাও যাচ্ছি নে।

আচ্ছা আজ আমার বাগানকে বলে দিচ্ছি

সবগুলো ফুল যেন তোমার জন্যই ফোঁটে।

এসব ভাবতে ভাবতেই দেখি...

মৃত্যুর হল্লা, দ্রব্যমূল্যের লাগামহীনতা

আর ভাবি... এ গ্রহের মানুষের আর অভিমান নেই।

অভিমান ছেড়ে গেলে

জীবনের ডাকনাম বুঝি মরুভূমি হয়ে যায়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত