সবুজ ঘাসের আগায় শিশির ফোটায় স্নিগ্ধমাখা জলে
ভোরের দোয়েল চুপটি মেরে কৃষ্ণ চূড়ার ডালে,
শিষ দিয়ে ঘুম ভাঙ্গে সূর্য্যি মামা উঠার আগে
কোন সে সাধক তালের ছন্দে বাজায় বীণা তারের ঝংকারে
মিষ্টি সুরে গানের কথায় সুর লহরি ঠান্ডা হাওয়ায়।
কাঁচা রোদে শিশুর গায়ে ডি ভিটামিন মায়ের কোলে
উষ্ণ আলিঙ্গনে, সকাল বেলার খেজুর রসের পায়েস খেতে কতই মজা লাগে। ভাপা পুলি পাটিসাপটা হরেক রকম পিঠার স্বাদ চুলার পাড়ে বসে থাকি।
কাঁপতে কাঁপতে দাদু আসে চুলার পাড়ে জড়সড়
চাদরমুরি গরম চায়ের ভুরভুরি তোলে
আমি তখন চেয়ে থাকি চায়ের পিয়ালায়।
বড়রা সবাই বারণ করে চায়ের নেশা ছাড়
শীত এলে সে সব বারণ খাটে না যে তাঁর।