আলো-আঁধারি ঘিরে

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আঁধার ফুঁড়ে বেরিয়ে আসা

হে প্রিয়তম নিষ্পাপ প্রাণের স্পন্দন

মুষ্টিবদ্ধ দুহাত মেলে দাও সম্মুখে

আঁধারের গন্ধ ঝেড়ে আলোর নহরে।

শূন্যে ভেসে থাকা এ পৃথিবীর বুকে

রুগ্ন আঁধারে হয়ে ওঠো আলোর করপুট।

হে প্রিয়তম পবিত্র প্রাণের অস্তিত্ব!

এ পৃথিবীতে যতটুকু আলো হেসে ওঠে

সেটুকু নিতান্তই তোমাদের জৌলুশে

আর পূত হৃদয়ের প্রজ্জ্বলিত শিখায়।

একদিন যৌবনের দূরন্ত পথে হেঁটে হেঁটে

কেউ বা মেখে নেয় আলো কেউ বা আঁধার।

হে প্রিয়তম নশ্বর প্রাণের স্পন্দন!

তুমি যদি হও অনিন্দ্য আলোর পূজারী

তবে একদিন তোমার কফিন থেকেও

বিচ্ছুরিত হবে এক অনন্ত আলোর ফোয়ারা।