রক্তগোধূলি

গাজালা মাহমুদ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমার শহরে যেন তুমি এক শীতকাল

কিছুতেই থেকে যেতে চাও না।

পারদের মতো আছো জায়গা দখল করে

ছুঁতে গেলে ধরা কভু দাও না।

কতো যাতনার রাত বয়ে যায় নির্ঘুম

বেপরোয়া তুমি কবে জানবে?

কবিতারা বেসামাল হয়ে যদি ঝরে যায়

তুমি কি তাদের কাছে টানবে?

শুনেছি তোমার মন বাতাসের বেগে ছোটে

দাড়াতে জানো না ভুলে অল্প

এদিকে আমিও ঠিক চোখ পেতে বসে আছি

শোনাতে তোমায় কিছু গল্প!

রক্তগোধূলি মেখে ছেড়ে আসি চেনা পথ

থাক তবু একা প্রেম শান্তি তে

যে আছে বিভোর তারে জড়াতে চাই না আর

এ কবির জীবনের ক্লান্তি তে..।