‘কথন স্রোত’
বইমেলায় পাওয়া যাচ্ছে নুপা আলমের তৃতীয় গ্রন্থ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের কৃতি সন্তান কবি ও সাংবাদিক নুপা আলমের তৃতীয় গ্রন্থ ‘কথন স্রোত’ প্রকাশিত হয়েছে। ২০২৪-এর অমর একুশে বইমেলায় গ্রন্থটি প্রকাশ করেছে অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘তৃতীয় চোখ’। প্রকাশক কবি আলী প্রায়স জানিয়েছেন, নুপা আলমের তৃতীয় গ্রন্থ ‘কথন স্রোত’ একটি কবিতা গ্রন্থ। যাতে মোট ১০১টি কবিতা রয়েছে আর প্রতিটি কবিতাই দুই লাইনের। প্রতিটি পৃষ্ঠায় রয়েছে অলংকরণ। গ্রন্থটির প্রচ্ছদটি এঁকেছেন কবি শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। গ্রন্থটি অমর একুশে বইমেলায় ঢাকা স্টলনং ১৪৮ (লিটলম্যাগাজিন চত্বর, সোহরাওয়ার্দী মাঠ) এবং চট্টগ্রাম স্টল ৪৯-৫০ (সিআরবি শিরীষ তলা)-তে পাওয়া যাচ্ছে। যেখানে রয়েছে নুপা আলমের ইতিপূর্বে প্রকাশিত ‘ইচ্ছে ঘুড়ির নাটাই (ছড়া)’ ও ‘উড়াল মেঘের দিঘি (গল্প)’ নামের গ্রন্থ ২টিও। আগামী কয়েকদিনের মধ্য নুপা আলমের চতুর্থ গ্রন্থ ইচ্ছে রঙের তুলিও (ছড়া) প্রকাশ করবে তৃতীয় চোখ। গ্রন্থ হিসেবে ‘কথন স্রোত’ নুপা আলমের প্রথম কবিতা গ্রন্থ মন্তব্য করে আলী প্রয়াস বলেন, কবি নুপা আলম মূলত প্রেম ও রোমান্টিকতা, নিসর্গ ও সৌন্দর্য চেতনায় নিমগ্ন কবি। তাই তাঁর ‘কথন-স্রোত’ কাব্যের অনুষঙ্গ হিসেবে তিনি বেছে নিয়েছেন নারী, নিসর্গ ও ব্যক্তি প্রেমের মধ্য দিয়ে স্বদেশ প্রেমের অনিবার্য বাস্তবতাকে। তাঁর দু-পঙক্তির কবিতায় উপমা ও উৎপ্রেক্ষা অসাধারণ ও বিচিত্রতায় পরিপূর্ণ যা শিল্প মাধুর্যে ভরপুর। কবিতার পরতে পরতেই লুকানো রয়েছে কষ্ট, দীর্ঘশ্বাস, আবেগ, অভিব্যক্ত, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ- যা কবিকে অহর্নিশ বেদনার্ত করে তুলছে।