যথাবাক্য
জাকির আজাদ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পর্যাপ্ত পরিমাণ দুঃখভার,
সম্পূর্ণ আমার একার
সবার নিকট থেকে চাই দুঃখ নিতে
চাই না কাউকে কুটোটুকু দিতে।
যতো কষ্ট ভরা হোক সময়কাল,
ভেঙ্গে পড়ুক বেঁচে থাকার হাল
বন্ধ হয়ে যাক সম্প্রীতির সংযোগ
দেহাবায়বে ছড়িয়ে পড়ুক অবাঞ্ছিত রোগ।
দীবনযাপনে প্রবাহিত হোক,
কঠিনতর অসহনীয় শোক
নিজস্ব সৃষ্টির সম্ভার পুড়ুক গলে গলে
সমাজ নিন্দায় কোণঠাসা করুক কুৎসা বলে বলে।
যাতে সমাজ থেকে বিচ্যুতি ঘটুক,
আমাকে চিরবিদায় জানাক প্রশান্তি সুখ
দণ্ডায়মান থাকার পায়ের নিচের মাটি যাক সরে
আমার আমি হই একঘরে।
শেষাবধি আমায় যদিও হয় মরণ,
তবু আমি দুঃখকে করে রাখব বরণ
দুঃখই প্রাণে পরম আঁধার
অশান্তির সঙ্গে প্রিয় শান্তি অঝোর কাঁদার।