দরিদ্রতা

মোঃ আসিফ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দরিদ্রতা সে তো বিধাতার দান,

কে বলেছে দরিদ্রতায় নেই কোনো সম্মান।

দরিদ্র বলিয়া যে নিজেকে ছোট করে দেখে,

সেই তো সবসময় বিষণ্ণতায় ভোগে।

দরিদ্র ভাবিয়া কেন নিজেকে ছোট ভাবো ভাই,

আছে তো তোমার মানুষ পরিচয়।

ধন-সম্পদে পূর্ণ হলেই কি হওয়া যায় সুখি,

তাকিয়ে দেখ কত বিত্তবানও তো অসুখি।

তাকিয়ে দেখ ছিলেন কত জ্ঞানী-গুণি জন,

তারা সবাই কি ছিলেন মহাজন?

দরিদ্র বলিয়া হইয়াছে কি,

তুমিও তো হতে পারো ইতিহাসের সাক্ষী।

কে ধনী কে গরিব সে তো বড় কথা নয়,

সত্যের পথে চলিবে যে তারই হবে বিজয়।