বইমেলায় পদার্পণ
মৌমিতা মাসিয়াত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বহু বছর পর বইমেলায় পদার্পণ।
ভাবছি, আগের মত আছে তো সব,
নাকি হয়েছে পরিবর্তন?
এখনো কি হাসি আর আড্ডায় ওঠে কলরব!
ভীড় জমে পাঠকের?
পাতা উল্টিয়ে নেয় নতুন বইয়ের ঘ্রাণ
নানান ভাবনায় মেলায় পর্দাপণ।
চোখ খুঁজে চেনা সেই স্মৃতিক্ষণ।।
লেখক কবি সবাই আছে,
রয়েছে মানুষজন।
তবে, হারালো পাঠক মন?
এই ভেবে নিরবে বের হচ্ছি যখন
হঠাৎ দেখি, বৃদ্ধ দাদু চোখ বুজিয়া ঘ্রাণ নিচ্ছে পুস্তিকার
এবার শেষে শান্ত হলো মন হারায়নি কিছু,
বছর জুড়ে এখনো আছে বইমেলার অপেক্ষাক্ষণ।