ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুলের নাম

মো. আশতাব হোসেন
ফুলের নাম

হিংস্র বাহিনির ঠোকরে

ফুলগুলি গেলো ঝরে,

ফেব্রুয়ারির একুশ তারিখ

সেই দিনটি ছিলো!

এক নিমিষেই লুটিয়ে পড়ে

বাংলা মাতার বুকে

হায়রে মায়ের কি যে কষ্ট

পাহাড় বহন করে!

ফুলগুলি সব ঘুমিয়ে আছে

বিভিন্ন প্রান্তরে

রফিক শফিক বরকত জব্বার

ছিলো ফুলের নাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত